অনেকদিন পর লিখতে বসেছি। Google আমার ৬ টা ব্লগ ডিলেট করে দেবার পর
ইন্টারনেট এ বিচরন কমিয়ে দিয়েছি তা নয় কিন্তু বারবার পুনরায় শুরু করব করব
করেও করে উঠতে পারছি না। হয়ত আমি তেমন গুরুত্তপুর্ন লেখক বা টিউনার নই, তাও
ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে যাদের মাঝে প্রোগ্রামিং নিয়ে ধারাবাহিক
টিউটোরিয়াল শুরু করেছিলাম তাদের কাছে। হয়ত এই সেমিস্টার শেষ(১০-০৯-১৩) হবার
পর আবার লেখা শুরু করে দিতে পারি সি প্রোগ্রামিং নিয়ে।
আজকে তেমন
কিছু নিয়ে হাজির হইনি। শুধুমাত্র একটা ব্লগার টেমপ্লেট। হয়ত এই টেমপ্লেট টি
আগে কখন ও আপনারা দেখেন নি। কারন টা আপনারা ই ভাল বুঝবেন। এর কারন যদি
বুঝতে পারেন, তবে কমেন্ট করে উৎসাহ দিতে পারেন।
টেমপ্লেট টির নাম
দিয়েছিঃ Re-tuning Blue [এর কালার এর কারনে ব্লু দিয়েছি নাম আর আমার ব্লগ এ
এর Pro Version[বিক্রয়ের জন্য বানানো] Re-tuning Orange ব্যবহার করতেছি]
No comments:
Post a Comment